অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। অক্ষয় কুমারের ব্যাংক অ্যাকাউন্টের প্রতি লোভ দেখালেন অভিনেতা অনিল কাপুর। শুধু তাই নয়, অমিতাভ বচ্চনের জামার আলমারির দিকেও তার নজর অনেক দিন ধরে। জানালেন খোদ ‘মিস্টার ইন্ডিয়া’।
কপিল শর্মার শো-তে একের পর এক তথ্য খোলাসা হলো। এর আগে জানা গিয়েছিল, অনিল কাপুর একাধিক বার কমেডিয়ান কপিল শর্মাকে অভিনয় করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু বার বার তাকে ফিরিয়ে দিয়েছিলেন কপিল। এবার জানা গেল, অনিল কাপুরের গোপন ইচ্ছাগুলি।
‘একে ভার্সেস একে’ ছবির প্রচারের জন্য কপিল শর্মার শো-তে হাজির হয়েছিলেন অভিনেতা অনিল কাপুর। সেখানে কপিল তাকে কয়েকটি কল্পিত পরিস্থিতির ভিত্তিতে প্রশ্ন করেন। অনিল কাপুরের রসিকতা করে জানান, তিনি অক্ষয় কুমারের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে চান। আর অমিতাভ বচ্চনের জামাকাপড়ের গোটা আলমারিটি চুরি করে নিতে চান। জামাকাপড় প্রসঙ্গে অনিল কাপুর জানান, চেম্বুরে থাকাকালীন পুরনো জামাকাপড়ের বিনিময়ে বাসনকোসন কিনতেন তিনি। সব মিলিয়ে জমে উঠেছিল কপিল শর্মার শো। অনিল কাপুরের জীবনের বেশ কিছু মুহূর্তের কথা জানতে পারলেন দর্শকেরা।