স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪জানুয়ারি।। চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকে চাকুরি পাওয়ার পর ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নেয়। বর্তমানে তাদের চাকুরি নেই। এইদিকে ব্যাঙ্কের পক্ষ থেকে ঋণের কিস্তি প্রদানের জন্য চাপ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে একটা সমাধান সুত্র বের করার জন্য ইতিপূর্বে ১০৩২৩ শিক্ষকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের অভয়নগরস্থিত প্রধান কার্যালয়ে ডেপুটেশান প্রদান করা হয়। কিন্তু তাতেও কোন ধরনের সমাধান সুত্র বের হয়নি।
তাই স্থায়ী চাকুরির ব্যবস্থা না হওয়া পর্যন্ত ১০৩২৩ শিক্ষকদের ব্যাঙ্ক ঋণের সুদ সমেত কিস্তি স্থগিত রাখার দাবি নিয়ে সোমবার ফের একবার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের অভয়নগরস্থিত প্রধান কার্যালয়ে যায় ১০৩২৩ শিক্ষকদের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের এক সদস্য জানান ১০৩২৩ শিক্ষকদের বর্তমানে চাকুরি নেই। কিন্তু ব্যাঙ্ক থেকে ঋণের কিস্তির টাকার জন্য নোটিশ পাঠানো হচ্ছে। এমনকি গেরেন্টারদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের দাবি সরকার তাদের প্রতিশ্রুতি দিয়েছে। তাই জতক্ষন না পর্যন্ত তাদের চাকুরির স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক তাদের ঋণের কিস্তি ও সুদের টাকা স্থগিত রাখুক।