অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। মহিলাদের উপর অত্যাচারের নিরিখে শীর্ষে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। ২০২০-তে মহিলাদের উপর রেকর্ড পরিমাণ অত্যাচারের ঘটনা সামনে এসেছে। শেষ ছয় বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ২০২০। রবিবার জাতীয় মহিলা কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্ট থেকেই এই তথ্য জানা গিয়েছে।
জাতীয় মহিলা কমিশনের তথ্য বলছে, ২০২০-তে মহিলাদের বিরুদ্ধে ২৪০০০ অপরাধের মধ্যে ১১৮৭২টি ঘটেছে উত্তরপ্রদেশে। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে ২০২০-তে মহিলাদের বিরুদ্ধে ২৬৩৫ টি অপরাধের ঘটনা ঘটেছে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে হরিয়ানা ও মহারাষ্ট্র। এই দুই রাজ্যে নারীদের উপর অপরাধের ঘটনা ঘটেছে যথাক্রমে ১২৬৬ ও ১১৮৮টি। তুলনায় মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বাংলায় অনেক কম। বাংলা রয়েছে দশম স্থানে। এই রাজ্যে মহিলাদের বিরুদ্ধে ৪৫৮টি অপরাধ হয়েছে।
কমিশন তার রিপোর্টে জানিয়েছে, মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের এক-চতুর্থাংশই গার্হস্থ্য হিংসা ঘটনা। উল্লেখ্য, ২০২০-র মার্চ মাসে লকডাউন জারি হওয়ার পর গার্হস্থ্য হিংসার ঘটনা বৃদ্ধি পায়। জুলাই মাসে সর্বাধিক গার্হস্থ্য হিংসার রিপোর্ট মেলে। মহিলা কমিশনের রিপোর্টে তারই প্রতিফলন ঘটেছে। রিপোর্ট বলছে, ২০২০-তে সারা বছরে পাঁচ হাজারেরও বেশি গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের হয়েছে। মহিলাদের সম্মানের সঙ্গে বাঁচার অধিকার কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে ৭৭০৮টি। এ ধরনের অপরাধের সংখ্যাই সবচেয়ে বেশি।
উল্লেখ্য, সম্প্রতি বাংলায় নারীদের বিরুদ্ধে অপরাধ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয়। কেন্দ্রের শাসক দল বিজেপি অভিযোগ করে, পশ্চিমবঙ্গে মহিলাদের জীবন সুরক্ষিত নয়। একই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট তাদের ভুল প্রমাণ করল। দেখা যাচ্ছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও হরিয়ানায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা অনেক বেশি।