অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। সবথেকে বড় গ্রিটিংস কার্ড তৈরি করে গিনেস বুকে নাম তুললেন এক ভারতীয় তরুণ। গিনেস বুকে নাম তোলার ক্ষেত্রেও এই ভারতীয় যুবক আরও একটি রেকর্ড করেছেন। কারণ এই নিয়ে তিনি ১৯ বার গিনেস বুকে নিজের নাম তুললেন। ওই ওই ব্যক্তির নাম রামকুমার সারাংপানি। যদিও রামকুমার বর্তমানে আরব আমিরশাহির বাসিন্দা।
রামকুমার ৮.২ বর্গমিটারের একটি পপ-আপ গ্রিটিংস কার্ড তৈরি করেছেন। দুবাইয়ের বাসিন্দা রামকুমারের তৈরি গ্রিটিংস কার্ড যে কোন সাধারণ গ্রিটিংস কার্ডের তুলনায় ১০০ গুন বড়। দুবাইয়ের বিখ্যাত চিত্রশিল্পী আকবর সাহেব-এর আঁকা ছবি রয়েছে ওই গ্রিটিংস কার্ডে। এছাড়া ওই গ্রিটিংস কার্ডের মধ্যে রয়েছে দুবাইয়ের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল মাখদুমের বিভিন্ন ছবির একটি কোলাজ। এতদিন বিশ্বের সবচেয়ে বড় গ্রিটিংস কার্ড তৈরি রেকর্ড ছিল হংকংয়ের এক ব্যক্তির দখলে।
ওই ব্যক্তির তৈরি গ্রিটিংস কার্ড আকার ছিল ৬.৭২৯ বর্গমিটার। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন রামকুমার। রামকুমার তাঁর নিজের হাতে তৈরি গ্রিটিংস কার্ড দেশের প্রধানমন্ত্রী শেখ মহম্মদকে উৎসর্গ করেছেন। রামকুমার জানিয়েছেন, ছ’মাস ধরে তিনি এই গ্রিটিংস কার্ড তৈরির কাজ করেছেন। সবচেয়ে বড় গ্রিটিংস কার্ড তৈরি করে গিনেস বুকে নাম তুলতে পেরে তিনি খুব খুশি। তবে আগামী দিনে তিনি এই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরির চেষ্টা করবেন বলেও জানিয়েছেন।
রামকুমার আরও জানিয়েছেন, ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দুবাইয়ের একটি প্রদর্শনীতে তাঁর তৈরি কার্ডটি রাখা থাকবে। ওই প্রদর্শনীতে যে কেউ তাঁর তৈরি কার্ডটি দেখে আসতে পারবেন। তবে ওই প্রদর্শনীতেও মানুষকে সব ধরনের করোনাজনিত বিধিনিষেধ মেনে প্রবেশ করতে হবে বলে রামকুমার জানান।