অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারি।। বিশ্বের সর্ববৃহৎ করোনা টিকাকরণের কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে ভারতে। সোমবার এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মনির্ভর ভারতেরই ফসল দেশে তৈরি দুটি কোভিড ভ্যাকসিন। বিশ্বের সবথেকে বড় করোনা টিকাকরণের কর্মসূচি শুরু হতে চলেছে ভারতে’।
উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই করোনার টিকাকরণের জন্য সেরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’ এবং ভারৎ বায়োটেকের ‘কোভ্যাক্সিন’কে ছাড়পত্র দিয়েছেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) জিভি সোমানি।
ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি হয়েছে ‘কোভিশিল্ড’। ভারতেই তৈরি হচ্ছে এই ভ্যাকসিন। যার দায়িত্বে রয়েছে সেরাম ইনস্টিটিউট। অন্যদিকে সম্পূর্ণ ভারতীয় গবেষণার ফসল ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’।
এদিন প্রধানমন্ত্রী দেশের বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মেক ইন ইন্ডিয়া সফল। গোটা বিশ্ব ভারতের এই সাফল্যের দিকে তাকিয়ে। বিশ্ব দরবারে ভারতের গ্রহণ যোগ্যতা বেড়েছে।’