অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। ভারত বায়োটেকের করোনা টিকা ‘কোভ্যাক্সিন’কে ছাড়পত্র দেওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কংগ্রেস। চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট আসার আগেই কেন ছাড়পত্র দেওয়া হল এই টিকাকে তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেছেন, ‘বিজেপির টিকাকে বিশ্বাস নেই।’ এছাড়াও এই টিকা দিলে মানুষ নপুংসক হয়ে যাবে এই গুজবও ছড়িয়েছে নেট দুনিয়ায়।
কিন্তু ভারতে টিকাকরণের জন্য ছাড়পত্র পাওয়া টিকা নিয়ে তৈরি হওয়া এই আপত্তি এবং গুজব উড়িয়ে দিলেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া জিভি সোমানি। রবিবারই ভারতে টিকাকরণের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে সেরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ ও ভারত বায়োটেকের টিকা ‘কোভ্যাক্সিন’কে। শনিবার এই প্রসঙ্গে ডিসিজিআই প্রধান সোমানি বলেন, ‘ছাড়পত্র পাওয়া করোনার টিকাগুলি ১১০ শতাংশ নিরাপদ। এই ভ্যাকসিনগুলি নিয়ে যদি সামান্যতম আশঙ্কার কারণ থাকত তাহলে অনুমোদন দেওয়া হত না। ভ্যাকসিন নেওয়ার পর খুব বেশি সামান্য হলে জ্বর, মাথা ব্যাথা ও অ্যালার্জি হতে পারে। যা সব টিকার ক্ষেত্রেই হতে পারে’। অক্সফোর্ড আগেই জানিয়েছিল তাদের তৈরি টিকা ৯৫ শতাংশ কার্যকরি। এদিন ডিসিজিআই প্রধান জানিয়েছেন ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ ৭০.৪২ শতাংশ কার্যকরী।