অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। মাইল্ড হার্ট অ্যাটাকের সমস্যা নিয়ে শনিবারই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে সৌরভের। রবিবার সকালে ফোন করে তাঁর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে প্রধানমন্ত্রীর দফতর থেকে ফোন আসে হাসপাতালে। ফোনে সরাসরি সৌরভের সঙ্গেই কথা বলেন প্রধানমন্ত্রী। নেন তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর। প্রয়োজনে বিদেশে নিয়ে গিয়ে সৌরভের চিকিৎসার প্রস্তাব দিয়েছেন মোদি।
উল্লেখ্য, রবিবারই হাসপাতালে গিয়ে সৌরভকে দেখে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ও রবিবার দিনভর হাসপাতালে দেখা মিলেছে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, অরূপ রায়, লক্ষীরতন শুক্লা, বৈশালি ডালমিয়ার মতো তৃণমূল নেতা-বিধায়কদের। রবিবার সৌরভকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। শনিবার ফোনে সৌরভের খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীও। রবিবার মহারাজকে দেখতে হাসপাতালে যান উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য্য।
রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে ‘দিদি’র বিরুদ্ধে ‘দাদা’কে সামনে এনে লড়াই করতে চাইছে বিজেপি। সম্প্রতি রাজ্যপালের সঙ্গে সোউরভের সাক্ষাৎ ও দিল্লিতে এক অনুষ্ঠানে মহারাজের সঙ্গে অমিত শাহের উপস্থিতি সেই জল্পনা আরও বাড়িয়েছে। যদিও রাজনীতি যোগ দানের সম্ভবনা আপাতত নাকচ করেছেন মহারাজ, বিজেপিও এবিষয়ে কিছু জানায়নি। কিন্তু তাতে এই জল্পনা থামেনি। তাঁর মাঝেই সৌরভের এই অসুস্থতা এবং তাঁকে নিয়ে বিজেপি, তৃণমূল দুই শিবিরের এই তৎপরতা গোটা ঘটনা প্রবাহে নয়া মাত্রা যোগ করেছে বলা চলে। সৌরভের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত সিপিআইএম নেতা আশোক ভট্টাচার্য রবিবার মহারাজের সঙ্গে দেখা করতে হাসপাতালে এসেছিলেন। সৌরভের উপরে যে ‘রাজনৈতিক চাপ’ রয়েছে একথা এদিন তাঁর মন্তব্যেও ফুটে ওঠে। তিনি বলেন, ‘সৌরভের উপর মানসিক চাপ তৈরি হচ্ছিল। সেটাই সমস্যার কারণ হতে পারে। আমি ওকে রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছি।’ তার মাঝেই এদিন সৌরভকে মোদির ফোন গোটা ঘটনাক্রমকে নয়া মাত্রা দিল বলেই মনে করা হচ্ছে।
হাসপাতাল সূত্রে খবর এদিন সোরভের খোঁজ নিয়েছেন রাহুল দ্রাবিড়, লতা মঙ্গেশকর। সোমবার তাঁকে দেখতে হাসপাতালে আস্তে পারেন বিসিসিআই সচিব জয় শাহ ও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, আপতত সুস্থ আছেন সৌরভ। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা প্রায় ৯৮ শতাংশ। সন্তোষজনক ইসিজি রিপোর্টও। তবে তাঁর বাকি দুটি আর্টারির ব্লকেজ সরাতে সম্ভবত আরও অ্যাঞ্জিওপ্লাস্টি করা হতে পারে। বাইপাস সার্জারি সম্ভবত সৌরভের হবে না। সোমবার সৌরভকে দেখতে আসছেন বিখ্যাত হার্ট সার্জেন দেবী শেঠি। তাঁর সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।