স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩ জানুয়ারি।। আজ রবিবার উদয়পুর তেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে ৩৩ কাকড়াবন- শালগরা মন্ডলের যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্ত দান শিবিরে ২৫ জন যুব কর্মী স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক । আগামী দিনে এইভাবে রক্তদান করতে অনুপ্রেরণা দেওয়ার জন্য পশ্চিম ত্রিপুরা লোকসভা সাংসদ প্রতিমা ভৌমিক রক্ত দাতাদের উৎসাহিত করেন ।
এদিন রক্ত দানের পাশাপাশি চিকিৎসকদের সাথে প্রতিমা ভৌমিক জেলা হাসপাতালে পরিকাঠামোর উন্নতি তথা স্বাস্থ্যপরিসেবা নিয়ে জেলা হাসপাতালে মেডিকেল সুপারেন্টেন্ড কক্ষে আলোচনায় অংশ গ্রহণ করেন। পরবর্তীতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সময় রোগীদের সাথে কথা বলেন। রক্তের সংকট মোচন করার জন্য সাংসদ প্রতিমা ভৌমিক বলেন প্রত্যেক রবিবারে গোমতী জেলা হাসপাতাল বিভিন্ন মণ্ডলের যুব মোর্চা কর্মীরা রক্তদানের আয়োজন করবে ।
তাছাড়া গোমতী জেলা হাসপাতালে পরিকাঠামোর অবৈজ্ঞানিক ভাবে তৈরি করা হয়েছে সে বিষয়গুলি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ স্বাস্থ্য দপ্তর চিন্তাভাবনা করছে বলে সাংসদ প্রতিমা ভৌমিক জানান । জেলা হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের বিষয়টিও ভেবে দেখা হচ্ছে বলে সাংবাদিকদের সাংসদ প্রতিমা ভৌমিক জানান ।