অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। আপনি মনে করছেন, কেউ একজন পছন্দ করছে আপনাকে। কিন্তু সেটি নিশ্চিত হতেও পারছেন না। বুঝে উঠতে পারছেন না, কীভাবে এগোবেন আরও।
কথা বলতে আগ্রহী-
কোনো না কোনো অজুহাতে আপনার সঙ্গে কথা বলতে চায়। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ইমোজি পাঠায়, মাই স্টোরিতে সবসময় মজার মজার প্রতিক্রিয়া পাঠায়। তাহলে বুঝতে হবে সে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী।
মনোযোগী শ্রোতা-
আপনার কথা মনোযোগ দিয়ে শুনে মেয়েটি। যতই রসিকতা বা মশকরা করেন না কেন, তার সুন্দর প্রতিক্রিয়া জানায় সে। যাই বলেন হেসে জবাব দিচ্ছে। এতে বুঝবেন সে আপনার প্রতি দুর্বল।
স্পর্শ করার অজুহাত খোঁজে-
কথা বলতে বলতে বা আড্ডা দিতে দিতে হুট করে আপনার হাত ছুঁয়ে দিল মেয়েটি। কিংবা রিকশায় চড়তে গিয়ে আপনার হাত জড়িয়ে ধরল। তখনই বুঝবেন আপনাকে বিশেষভাবে পছন্দ করে মেয়েটি।
আপনার বিষয়ে অন্যদের সঙ্গে গল্প করে-
বন্ধুমহলে মেয়েটি প্রায়ই আপনার প্রসঙ্গ টেনে নিয়ে আনে। তার কথা জুড়ে থাকেন আপনি। তাহলে সহজেই বুঝে যাবেন, তার মন জুড়েও রয়েছেন আপনি।
আপনার বিষয়ে সচেতন-
আপনি বুঝলেনই না, মেয়েটি আপনার জন্মদিনের তারিখ মনে রাখল এবং সেইদিন একটি গিফটও পাঠিয়ে দিল। অধিকাংশ ক্ষেত্রে পুরুষেরা বিশেষ দিন বা তারিখ ভুলে যায়। সেদিক দিয়ে দেখলেন মেয়েটি আপনার সব বিষয় জেনে রেখেছে এবং আপনাকে সে বেশ সচেতন।