স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ জানুয়ারি।। ১ জানুয়ারি মৃণাল কান্তি দেবনাথ নামে এক ঠিকেদার এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন কিছু দুষ্কৃতি ওনাকে দিনের বেলায় অপহরণ করে এয়ারপোর্টের দিকে নিয়ে যায় এবং রাতে এয়ারপোর্টের পাশে ছেড়ে দেয়। থানায় এই মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নেমে ২ জানুয়ারি বিমান দাস ও রাকেশ বর্মণ নামে দুই জনকে জালে তুলে এবং টি.আই প্যারেডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে।
কিন্তু আদালতে অভিযুক্তদের পক্ষের আইনজীবী দাবি করে যে অভিযুক্তদের কোন ধরনের মুখোশ না পরিয়ে আদালতে নিয়ে এসেছে পুলিশ। সুতরাং এই ক্ষেত্রে টি.আই প্যারেড করা সম্ভব নয়। তখন আদালত মামলার তদন্তকারি অফিসারকে সোমবার আদালতে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়। এইদিন মামলার তদন্তকারি অফিসার আদালতকে জানায় যে অভিযুক্তদের মুখ কালো কাপড় দিয়ে বেধে আদালতে আনা হয়েছে।
মামলার তদন্তকারি অফিসারের রিপোর্টের ভিত্তিতে এইদিন আদালত নির্দেশ দেয় অভিযুক্তদের টি.আই প্যারেডের আবেদনের উপর মঙ্গলবার শুনানি হবে। আদালতের এই নির্দেশের বিষয়ে জানান সরকার পক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর। তিনি আরও জানান মঙ্গলবার মামলার তদন্তকারি অফিসারকে মামলার আপডেট সিডি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।