স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ জানুয়ারি।। কোভিডের কারণে দীর্ঘদিন বন্ধ রাখতে হয় পঠন পাঠন। যে কারনে ব্যাহত হয় পড়াশোনা। কিন্তু রাজ্যে কোভিড পরিস্থিতির উন্নতি হতেই গত ডিসেম্বর মাস থেকে উঁচু ক্লাসের ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠ দান শুরু হয়। মাধ্যমিক -উচ্চমাধ্যমিক এর পর নবম ও দশম শ্রেণীর নিয়মিত ক্লাস শুরু হয়েছে রাজ্যজুড়ে। অভিভাবকের অনুমতি ক্রমে ছাত্র-ছাত্রীরা নিয়ম মেনে স্কুলে আসছে। এবার নতুন বছরের শুরুতে সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে শুরু হয়ে গেল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের নিয়মিত পঠন পাঠন।
রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর নির্দেশ মোতাবেক এদিন স্কুলমুখী হয় পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা। এই পঠন-পাঠনের জন্য আগে থেকেই যাবতীয় ব্যবস্থাপনা গ্রহণ করে বিদ্যালয় গুলি। এদিন থেকে তৃতীয় ধাপে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর নিয়মিত ক্লাস শুরু হয়েছে। প্রথম দিনই প্রচুর ছাত্র-ছাত্রী স্কুলে আসে। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ ষষ্ঠ থেকে নবম এবং একাদশ শ্রেণির জন্য রষ্ট্রা সিস্টেম চালু করবে। কিন্তু দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস যথারীতি চলবে। এদিন থেকে একই সঙ্গে মিড ডে মিল শুরু হয়েছে স্কুলগুলিতে। প্রায় নয়মাস বন্ধ থাকার পর সোমবার থেকে হোস্টেল গুলো খুলে গেল। হোস্টেল সুপারের নির্দেশ দেওয়া হয়েছে নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণ করার জন্য।