স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ জানুয়ারি।। ২০১৯ সালের ৭ মার্চ জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে মৃত্যু হয় তরুণ আইনজীবী ভাস্কর দেব রায়ের। বিনা চিকিৎসায় মৃত্যু, পুলিশি গাফিলতি, পরিবারের সদস্যদের অবগত করতে বিলম্ব করা, এর বিরুদ্ধে প্রতিকার দাবি করে এবং সংশ্লিষ্ট বিষয় গুলিতে জনস্বার্থ মামলা করেন আইনজীবী পুলক সাহা। সেই মামলায় আইনজীবীদের বক্তব্য ছিল তরুণ আইনজীবীর মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়।
এর জন্য সম্পূর্ণ ভাবে দায়ী হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবীরা। এই ঘটনা সম্পর্কে সরকারের পক্ষ থেকে ডেট অডিট টিম গঠন করা হয়। সেই টিমের প্রতি রিপোর্টে এই বক্তব্য স্পষ্ট হয়েছে। এই মামলায় উচ্চ আদালতে ক্ষতিপূরণ দাবি করা হয়। সোমবার উচ্চ আদালত এই মামলায় অন্তর্বর্তী আদেশ দিয়ে এই মৃত্যুর জন্য তরুণ আইনজীবী ভাস্কর দেবের মাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন। এটা উচ্চ আদালতের অন্তর্বর্তী আদেশ। তবে মূল মামলা চলবে।
এক্ষেত্রে উচ্চ আদালত আরো বলেছে তরুণ আইনজীবীর মা ক্ষতিপূরণের জন্য দেওয়ানী আদালতে আবারো মামলা করতে পারবেন। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। তবে এই মামলায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো পরবর্তী সম্পন্ন বিচার হবে। উচ্চ আদালতের রায়ের বিষয়ে জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।