স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ জানুয়ারি।। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সোমবার শহরের অরিয়েন্ট চৌমুহনিতে গণঅবস্থান করল বিরোধী কৃষক সংগঠনগুলি। এদিন সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন, অখিল ভারত কিষান মহাসভার যৌথ উদ্যোগে তিন ঘন্টার গণঅবস্থান অনুষ্ঠিত করা হয়। এদিন গণঅবস্থানে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সভাপতি অঘোর দেববর্মা বলেন মোদি সরকার ষড়যন্ত্র করে কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
কৃষকদের কোনরকম মতামত নেয় নি। পার্লামেন্টেও আলোচনা করে নি। স্বাধীনতার পর এত বড় ন্যাক্কারজনক ঘটনা কোন সরকার করে নি। সরকারে নয়া আইনগুলির কারণে দেশবাসী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল দ্রব্যমূল্য হ্রাস করবে, বেকারদের বছরে ৫০ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিন্তু সরকার তা না করে বরং দেশবাসীর উপর ধারাবাহিকভাবে আঘাত আনছে। অন্নদাতাদের অধিকার কেড়ে নিচ্ছে শুধু পুঁজিপতিদের স্বার্থে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেন তিনি।