অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। যারা দীর্ঘদিন বাত এবং মাইগ্রেনের মতো সমস্যায় ভুগছেন, তাদের ব্যথা কখন বেশি বাড়ে সেটি জানতে গবেষণা চালিয়েছেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা বলছেন, স্যাঁতসেঁতে দিনে এসব ব্যথা বেশি বাড়ে। শীতের সময় ব্যথা বেশি বাড়ে এমন ধারণা প্রাচীনকাল থেকে প্রচলিত। বিবিসি বলছে, বিষয়টি নিয়ে বিশদ কোনো গবেষণা এখনো হয়নি।
বিশ্ববিদ্যালয়টি প্রায় ২৫০০ মানুষকে নিয়ে গবেষণা করেছে। যখন তাদের ব্যথা বেড়েছে, তখন তারা স্মার্টফোন দেখে তাপমাত্রা লিখে রেখেছেন।গবেষকদের আশা, তাদের এই গবেষণা আর্দ্র পরিবেশে বাত কিংবা মাইগ্রেনের ব্যথা বড়ার কারণ জানতে সাহায্য করবে।গবেষণায় বলা হয়েছে, ঠান্ডা পরিবেশে এই ধরনের ব্যথার পরিমাণ ২০ শতাংশ বেড়ে যায়।
গবেষণা দলের প্রধান উইল ডিক্সন বলছেন, ‘স্যাঁতসেঁতে পরিবেশে কেন ব্যথা বেড়ে যায়, আমরা এখন সেটি জানার চেষ্টা করছি। আশা করছি আমাদের গবেষণা নতুন দরজা খুলে দেবে।’