চীনে আরও ২৪ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। চীনে নতুন করে ২৪ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টার এই হিসাব উল্লেখ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১ জানুয়ারির থেকে শনিবার দুজন বেশি শনাক্ত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ১৬ জন বাইরের দেশ থেকে আক্রান্ত হয়েছেন। স্থানীয় ৮ জনের চারজনের বাড়ি হিলংজিয়াংয়ের উত্তর-পূর্ব প্রদেশে। একজন রাজধানী বেইজিংয়ের, একজন হুবেইয়ের, ‍দুজন লিয়োনিংয়ের। চীনের সরকার করোনায় সংক্রমিত সন্দেহভাজন আরও আটজনের কথা জানিয়েছে।

তবে তারা আসলেই করোনায় সংক্রমিত কি না, তা জানায়নি। চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে ৮৭ হাজার ১১৭ জন সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের। ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার প্রাদুর্ভাব হয়। এরপর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৮২ হাজারের বেশি।

এখন পর্যন্ত মারা গেছে প্রায় ১৮ লাখ ৪৩ হাজার ৬শ’ জন। সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৬ কোটি সাড়ে ৯৬ হাজার ছাড়িয়ে গেছে। বছরের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। শনিবার করোনা সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ৬০৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল রেকর্ড ৬ লাখ ১০ হাজার ৭০৩ জন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?