অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারি।। ছাড়পত্র মিলেছে করোনা টিকায়। এবার কোভিশিল্ডের দাম প্রকাশ্যে আনল সেরাম ইনস্টিটিউট। সংস্থার মুখ্য কার্যনির্বাহী আদার পুনাওয়ালা জানিয়েছেন, সাধারণের জন্য ১ হাজার এবং সরকারের জন্য ২০০ টাকায় বিক্রি করা হবে কোভিশিল্ডের প্রতি ডোজ।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চের মধ্যে ১০ কোটি কোভিশিল্ডের ডোজ তৈরির পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল এই সংস্থা। তাঁর সংস্থার তৈরি টিকা করোনার বিরুদ্ধে ‘নিরাপদ এবং কার্যকর’ বলে দাবি করে আদার পুনাওয়ালা জানান, কোভিশিল্ডের ৫ কোটি ডোজ ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে।
পাশাপাশি তাঁর দাবি, প্রতি মিনিটে প্রায় ৫ হাজার কোভিশিল্ডের ডোজ তৈরি করতে পারে তাঁদের সংস্থা। তবে ভারত থেকে অন্য দেশে এই টিকা রফতানি করার অনুমতি এখনও মেলেনি। যদিও ভারতে কবে থেকে গণ টিকাকরণের কাজ শুরু হবে সে ব্যাপারে কেন্দ্র সরকারের তরফে এখনও অবধি কিছু জানানো হয়নি।
যদিও সরকার সূত্রে খবর, ভারতে প্রথম পর্বে প্রায় ৩০ কোটি দেশবাসীকে গণ টিকাকরণ অভিযানের আওতায় নিয়ে আনা হবে। প্রথম ধাপে এক কোটি স্বাস্থ্যকর্মীর টিকাকরণ হবে। দ্বিতীয় ধাপে টিকা দেওয়া হবে পুরকর্মী, সেনা-আধা সেনা ও পুলিশের মতো প্রায় দু’কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারকে।
তৃতীয় ধাপে ৬০ বছরের বেশি বয়সি ২৬ কোটি দেশবাসীর টিকাকরণ হবে। চতুর্থ ধাপে ৫০-৬০ বছর বয়সি যাঁরা হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুসের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন, তাঁদের টিকা দেওয়া হবে। সেই সংখ্যাটা প্রায় এক কোটি।