অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। প্রেমিকের সঙ্গে প্রথম সাক্ষাৎ করতে গিয়ে কাজ করে নানা আবেগপ্রবণতা। নানা দোলাচলতো থাকেই। সেইসঙ্গে মানসিকভাবে একটি চাপও কাজ করে। ফলে পারস্পরিক বোঝাশোনা করতে গিয়ে এমন কিছু ভুল হয়ে যায়, যা কোনোভাবে উচিত নয়। আসুন জেনে নিই, প্রথম ডেটেই কোন বিষয়গুলো আলোচনায় থাকা উচিত নয়। ফ্যাশন ম্যাগাজিন ইউ বিউটি প্রতিবেদনটি প্রকাশ করে।
প্রাক্তন-
প্রথমদিনই আপনার পূর্বতন সম্পর্ক বা প্রেম বিষয়ে শোনাটা যে কারও জন্য বিব্রতকর। বিচ্ছেদের কষ্ট থেকে যাওয়ায় হয়ত অনিচ্ছাকৃতভাবে সেটি বের হয়ে যেতে পারে। নতুন সঙ্গীর কাছ থেকে সহানুভূতি পাওয়ার ইচ্ছা থেকেও সেটি বলতে পারেন। তবে কোনোভাবেই প্রথম আলাপে এই বিষয়ক কথাবার্তা না তোলাটা উচিত। সেদিকে সতর্ক থাকতে হবে।
অর্থ বা আয়-
প্রথম সাক্ষাতে কোনোভাবেই জানতে চাওয়া উচিত নয় সঙ্গীর বেতন কত বা কত দামি গাড়ি ব্যবহার করেন, এমন বিষয়। সেইসঙ্গে এসব ব্যাপারে নিজেরটাও বলা উচিত নয়। অনেকেই বলে থাকেন, কার সম্পদ বেশি বা কার পরিবার কত ধনী। এই ভুল কখনোই করা যাবে না। এতে আপনার সম্পর্কে শুরুতেও তার নেতিবাচক ধারনা জন্ম নেবে।
রাজনৈতিক বিশ্বাস-
স্বাভাবিকভাবেই একেকজনের রাজনৈতিক বিশ্বাস আলাদা হতে পারে। এ নিয়ে শুরুতেই জিজ্ঞাসা করা উচিত নয়। এমনকি একই রাজনৈতিক বিশ্বাসে একমত হলেও প্রথম সাক্ষাতে উচিত এসব নিয়ে কথা না বলা। রাজনীতি বিষয়ে পরে আলাপ করার ঢের সময় পাওয়া যাবে।
পারিবারিক সমস্যা-
সম্পর্কের শুরুতেই পরস্পরের পরিবার নিয়ে আলোচনা আসাটা স্বাভাবিক। তবে সেটি পরিচিতমূলক পর্যায়ে থাকা উচিত। কোনোভাবেই যাতে পারিবারিক সমস্যার কথা প্রথম সাক্ষাতে না উঠে।
ধর্ম ও আদর্শ-
ধর্মীয় আলাপ বা আদর্শ নিয়ে আলাপ না করাই ভাল প্রথম সাক্ষাতে। এটা অনেকটাই রাজনৈতিক বিশ্বাসের মতোই। স্বাভাবিকভাবে অনেক কিছুরই অমিল হতে পারে। শুরুতেই এসব বিষয়ে আলাপ করে মানসিকভাবে চাপ নেওয়ার কোনো মানে হয় না।
নাটকীয়তা-
প্রথম সাক্ষাতে নিজেকে স্বাভাবিকভাবেই উপস্থাপন করুণ। কোনো ধরনের নাটকীয়তার আশ্রয় নেওয়ার উচিত না। অনেকে নিজের বা পরিবার বা বন্ধুবান্ধব সম্পর্কে নানা ধরনের অহেতুক গল্প গুজব করে থাকে, এসব এড়িয়ে চলাই ভাল।
বিয়ে-
মনে রাখবেন, এটি মাত্র সম্পর্কের শুরু। অতএব প্রথম দেখাতেই ভবিষ্যত জীবন মানে বিয়ে, সংসার বা সন্তান নিয়ে গুরুত্ব দেওয়া কোনোভাবেই উচিত নয়। এর জন্য পরস্পরকে আরও সময় দেওয়া প্রয়োজন, সেইসঙ্গে বোঝাপড়াটা আরও মজবুত হওয়া উচিত।