স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩ জানুয়ারি।।সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ইংরেজি নববর্ষ উদযাপন এর অঙ্গ হিসেবে দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করলো উদয়পুর হেল্পিং হ্যান্ডস সোসাইটির সদস্যরা। রবিবার উদয়পুর ধ্বজনগর স্থিত কমিউনিটি হলে ধ্বজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার 25 জন দরিদ্র অংশের লোকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্বজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত শীল, উপ প্রধান বাপী দে, পঞ্চায়েত সদস্য বিউটি সাহা দেবনাথ হেল্পিং হ্যান্ডস সোসাইটির সম্পাদক জয়দীপ পোদ্দার, সহ সম্পাদক শুভ্র শেখর নাগ, কোষাধ্যক্ষা প্রজ্জ্বলিকা ভৌমিক সহ সংস্থার অন্যান্য সদস্যরা।
বর্তমান সময়ে শীতের প্রকোপ থেকে কিছুটা রক্ষায় এই কম্বল গুলি পেয়ে এদিন খুশি দরিদ্র অংশের লোকজনেরা। হেল্পিং হ্যান্ডস সোসাইটির এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানান সকল অংশের শুভবুদ্ধিসম্পন্ন জনসাধারন। উল্লেখ্য, সামাজিক কাজে গোমতী জেলায় বরাবরই এগিয়ে হেল্পিং হ্যান্ডস সোসাইটি। সমাজের পিছিয়ে পড়া মানুষের সাহায্যার্থে সংস্থার সদস্যদের আর্থিক সহায়তায় করা এই ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনেও জারী থাকবে বলে জানান হেল্পিং হ্যান্ডস সোসাইটির সম্পাদক জয়দীপ পোদ্দার।