অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। ব্রাজিলের ভাইস-প্রেসিডেন্ট হ্যামিলটন মৌরাও নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর। ৬৭ বছর বয়সী হ্যামিলটনের কোন ধরনের উপসর্গ দেখা দিয়েছে সে ব্যাপারে তার অফিসের কর্মকর্তারা কিছু জানায়নি। তবে তিনি তার বাসভবনে আইসোলেশনে আছেন। করোনায় মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। এখন পর্যন্ত এক লাখ ৯৫ হাজারের বেশি মানুষ মারা গেছে লাতিন আমেরিকার দেশটিতে।
এ ছাড়া আক্রান্তের দিক দিয়ে তৃতীয়, ৭৭ লাখ ১৬ হাজারের বেশি গত কয়েক মাসে প্রেসিডেন্ট জাইর বলসোনারোসহ ব্রাজিলের বিপুলসংখ্যক শীর্ষ রাজনীতিবিদ করোনায় আক্রান্ত হয়েছেন। লাতিন আমেরিকার কয়েকটি দেশে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হলেও ব্রাজিল এখনো পিছিয়ে আছে। এ নিয়ে সরকারের প্রতি ক্ষুব্ধ দেশটির জনগণ। তবে শনিবার প্রেসিডেন্ট বলসোনারো জানান, তারা একটি নিরাপদ, কার্যকর এবং উন্নতমানের টিকা পেতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।