জিম্বাবুয়েতে সব ধরনের ক্রিকেট স্থগিত

অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। জিম্বাবুয়েতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে সরকার নতুন করে লকডাউনের পথে হেঁটেছে। এরপরই জরুরি পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। জিম্বাবুয়েতে এক সপ্তাহে রেকর্ড ১৩৪২ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু ঘটেছে। এর প্রেক্ষিতেই দেশজুড়ে কারফিউ জারি হয়েছে। সরকার বন্ধ থাকা স্কুলগুলো খুলে দেওয়ার পথ থেকেও সরে এসেছে। এই সিদ্ধান্ত জিম্বাবুয়ে ক্রিকেটের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।

৪ জানুয়ারি দেশটিতে ছেলেদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর কথা ছিল। খেলোয়াড়রা ছিলেন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বিবৃতিতে আসরটি স্থগিতের কথা জানিয়েছে। জানুয়ারির শেষে আফগানিস্তানের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা জিম্বাবুয়ের। শুরুতে ভারতে হওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত হয় সংযুক্ত আরব আমিরাতে হওয়ার। তবে এখন সিরিজটিও প্রশ্নের মুখে পড়ে গেল। এ বছর পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তনের বিপক্ষেও সিরিজ খেলা কথা রয়েছে দেশটির।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?