অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। সম্প্রতি ব্রিটেন থেকে মহারাষ্ট্রে ফেরা ৬৮ জন যাত্রীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তবে আশার কথা এই যে, ৬৮ জনের মধ্যে কারও শরীরে করোনার নতুন ব্রিটেন স্ট্রেনের হদিশ মেলেনি। উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে যে সমস্ত যাত্রী মহারাষ্ট্রে ফিরেছিলেন তাদের মধ্যে ৬৮ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তবে ওই ৬৮ জনের কারও শরীরে করোনার ব্রিটেন স্ট্রেনের খোঁজ মেলেনি।
মহারাষ্ট্র সরকারের এক শীর্ষ আধিকারিক প্রদীপ আওয়াতে বলেছেন, ১৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভারতে ৪৪৭৪ জন যাত্রী ব্রিটেন থেকে দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৩২৭৮ জনের আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। দেখা গিয়েছে ওই যাত্রীদের মধ্যে ৬৮ জন করোনা পজেটিভ। তবে আক্রান্তদের কারও শরীরে মিউট্যান্ট ভাইরাসের খোঁজ পাওয়া যায়নি। তবে এখনও পর্যন্ত ৬ জন যাত্রীর রিপোর্ট পাওয়া যায়নি। ওই ছয়জনের রিপোর্ট পাওয়া গেলেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
আওয়াতে জানান, আক্রান্ত ৬৮ জনের মধ্যে ২৯ জন মুম্বইয়ের, ১৩ জন পুণের ৭ থানের ৯ জন নাগপুরের এবং দু’জন করে নাসিক, ঔরঙ্গাবাদ, রায়গাদ ও বুলধানার বাসিন্দা। উল্লেখ্য, গোটা দেশের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র। তাই রাজ্য সরকার করোনা প্রতিরোধ করতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। প্রদীপ বলেছেন, আমরা শুধু ব্রিটেন থেকে ফেরা যাত্রীদের উপরে নজর রাখছি তা নয়। তাঁদের সংস্পর্শে যারা এসেছেন তাদের ওপরেও রাখা হচ্ছে।
এখনও পর্যন্ত ব্রিটেন ফেরত যাত্রীদের সংস্পর্শে আসা ৪২৬ জনকে সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২৬ জন করোনা সংক্রামিত হয়েছেন। উল্লেখ্য, ব্রিটেন স্ট্রেন নিয়ে আতঙ্কের কারণ না থাকলেও এই ভাইরাস আগের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক। যা চিকিৎসকদের উদ্বেগে রেখেছে। এই মুহূর্তে প্রতিদিনই ব্রিটেন থেকে ফেরা কয়েকজন যাত্রী ব্রিটেন স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন।