অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। ফের স্বমূর্তিতে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার নাম না করে অভিনেত্রী দীপিকা পাডুকোন, তাপসী পান্নু, স্বরা ভাস্কর-সহ বলিউডের একাধিক তারকাকে ‘আতঙ্কবাদী’ বললেন এই অভিনেত্রী। রবিবার সকালে একটি টুইট বার্তা পোস্ট করেন কঙ্গনা। সেখানে গত বছর ফেব্রুয়ারি মাসে দিল্লিতে দাঙ্গার ঘটনায় জেএনইউ এর প্রাক্তন ছাত্রনেতা উমার খালিদের বিরুদ্ধে দিল্লি পুলিশের চার্জশিট জমা দেওয়া সংক্রান্ত একটি নিউজ লিঙ্ক শেয়ার করেন অভিনেত্রী।
সেখানে তিনি লেখেন, ‘বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির হাটে হাঁড়ি আরও ভাঙল। যারা জেনএনইউ এর পড়ুয়াদের ও শাহিনবাগের আন্দোলনকারীদের সমর্থন করেছিলেন তাঁরাও দাঙ্গায় উস্কানি দিয়েছেন। এই অভিনেতা, অভিনেত্রীরা কোনও অংশেই আতঙ্কবাদীদের থেকে কম নন।’ এখানেই থামেননি কঙ্গনা। পরবর্তী একটি টুইটে তিনি আরও লিখেছেন, ‘এখন যখন প্রমাণ হয়েছে গিয়েছে যে সিএএ নিয়ে জেএনইউ এর পড়ুয়ারা ভুল তথ্য দিয়েছিলেন, তাহলে কী এখন এই ফিল্মি জোকাররা দেশের কাছে ক্ষমা চাইবেন?’ উল্লেখ্য, গত বছর এন আরসি, সিএএ বিরোধী আন্দোলনে গোটা দেশের পাশাপাশি উত্তাল হয়ে উঠেছিল দিল্লি।
পথে নেমেছিলেন জেএনইউ এর পড়ুয়ারা। শাহিনবাগে শুরু হয়েছিল লাগাতার আন্দোলন, বিক্ষোভ অবস্থা। এই প্রতিবাদীদের সমর্থন জানিয়েছিলেন, ফারহান আখতার, অনুরাগ কশ্যপ, স্বরা ভাস্কর, তাপসী পান্নুর মতো বলিউডের প্রথম সারির নামী ব্যক্তিত্বরা। দীপিকা নিজে জেননইউ’তে গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন। মনে করা হচ্ছে নাম না করে এদিন এই তারকাদেরই বিঁধলন কঙ্গনা।