নতুন বছরে কি প্রতিজ্ঞা করলেন কৃতি?

অনলাইন ডেস্ক, ২ জানুয়ারি।। নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রতিজ্ঞা করেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘থট জার্নাল’-এর ছবি পোস্ট করেছেন কৃতি। তিনি জানান, নতুন বছরে মনের আবেগ চেপে রেখে নিজেকে প্রকাশ করবেন না ‘দিলওয়ালে’ অভিনেত্রী।

কৃতি শ্যানন লিখেছেন, ‘মানুষ প্রায়ই তার আবেগ চেপে রাখে। নাজুকতা, দুঃখ, ভয়, রাগ, হতাশা, নিরাপত্তাহীনতাকে দুর্বলতা হিসেবে মনে করা হয়। যখন আমরা শিশু ছিলাম জোরে কান্না করি, চিৎকার করি, ছোটখাটো বিষয়ে হাসি পায়, কোনো চিন্তা ছাড়াই কথা বলি। আমরা সবকিছু খুব সাধারণ রাখি। কিন্তু বড় হওয়ায় সঙ্গে সঙ্গে আমরা কীভাবে আচরণ করতে হয় তা শিখে যায়, বলতে হয় এক ধরনের মাস্ক ব্যবহার করি। আমাদের অনুভূতি এক রকম থাকে কিন্তু বলি অন্যকিছু। আমি মনে করি, এটা এক ধরনের বিশৃঙ্খলা।’

নতুন বছরের প্রতিজ্ঞা করে তিনি আরো লিখেছেন, ‘কখনোই নতুন বছর নিয়ে কোনো প্রতিজ্ঞা করার মতো মানুষ নই। কিন্তু এই বছর নিজের মতো করে চিন্তা ধারা প্রকাশ করার ইচ্ছা পোষণ করেছি। আমার এক ধরনের মেডিটেশন। ২০২১ সালে আপনি কী অভ্যাস গড়তে চান?’

এর আগে শুক্রবার বর্ষণবরণের ছবি পোস্ট করেন কৃতি। ক্যাপশনে লেখেছেন, ‘আমার সকালের সুখের ডোজ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আনন্দ, সুস্বাস্থ্য, ইতিবাচকতা এবং মনের প্রশান্তি কামনা করছি।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?