অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। তিন যুবককে বিপদে ফেলতে গিয়ে নিজেই বিপাকে পড়লেন বছর ২২-এর এক তরুণী। ওই তিন যুবক মুসলিম সম্প্রদায়ের। তাদের বিরুদ্ধে লাভ জেহাদের অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশ তিন যুবককে আটক করেছিল। কিন্তু প্রাথমিক তদন্তের পর ২৪ ঘণ্টার মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হয়। উল্টে ওই তরুণীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে।
বরেলির ওই তরুণী গত মাসে অভিযোগ করেন, তিন যুবক তাঁর পিছু নেয় এবং তাঁকে যৌন হেনস্থা করে। এখানেই শেষ নয়, ওই তিন যুবকের একজন বন্দুক দেখিয়ে তাঁকে জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করেন বলেও তরুণী অভিযোগ করেছেন। বিয়ের পর ওই তরুণীর বাড়ির লোককে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল। ওই তিন যুবক পরস্পরের আত্মীয় বলে জানা গিয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে পুলিশ একটি লাভ জেহাদের মামলা গ্রহণ করে। কিন্তু তদন্ত শুরু হওয়ার পর জানা যায়, ঘটনার দিন রাতে ওই তিন যুবক বরেলিতেই ছিল না।
ঘটনার জেরে ভারতীয় দণ্ডবিধির ১৮২ ধারা অনুযায়ী মিথ্যে অভিযোগ দায়েরের জন্য ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে। তরুণী কেন ওই যুবকদের ফাঁসানোর চেষ্টা করলেন তাও জানা গিয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই তিন যুবকের মধ্যে একজনের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বছরখানেক প্রেমের পর ২০২০-র সেপ্টেম্বরে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তু তরুণীর কাকার অভিযোগের ভিত্তিতে নয় দিনের মধ্যেই তাকে উদ্ধার করা হয়।
পরে ওই তরুণীর নিজের সম্প্রদায়ের এক যুবকের সঙ্গে বিয়ে হয়। পুরনো প্রেমিককে ফাঁসাতেই এই মিথ্যা অভিযোগ দায়ের করেছেন তরুণী। রাজ্যে সদ্য চালু হওয়া নতুন আইনে ওই তিন যুবককে গ্রেফতার করা হয়েছিল কিন্তু প্রাথমিক তদন্তে মোবাইল টাওয়ারের লোকেশন দেখে জানা যায় ঘটনার দিন ওই তিন যুবক বরেলিতেই ছিল না।