অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। রবিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মুরাদনগর এলাকায় এক শ্মশানে ছাদ ভেঙে পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে বলে জানা গিয়েছে।
রবিবার সকালে গাজিয়াবাদ থানার মুরাদনগর এলাকার এক শ্মশানে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, রবিবার সকালে দিল্লি ও সংলগ্ন গাজিয়াবাদে প্রবল বৃষ্টি হচ্ছিল। সে সময় মুরাদনগর এলাকার শ্মশানে এক ব্যক্তিকে দাহ করতে এসেছিল তাঁর আত্মীয়রা। বৃষ্টির জন্য মৃতের আত্মীয়রা শ্মশানের ছাদের নিচে আশ্রয় নিয়েছিলেন। সে সময় আচমকাই ওই ছাদ ভেঙে পড়ে। গাজিয়াবাদ পুলিশের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে গিয়েছে। চলছে উদ্ধার কাজ।
ভেঙেপড়া ছাদ সরাতে আনা হয়েছে ক্রেন ও জেসিবি মেশিন। দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, এদিন গাজিয়াবাদ থানার মুরাদনগর এলাকার উখালারসি গ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। ওই ব্যক্তিকে দাহ করার জন্য তাঁর আত্মীয়রা শ্মশানে নিয়ে গিয়েছিলেন। শেষকৃত্য চলাকালীন বৃষ্টি নামে। বৃষ্টির হাত থেকে বাঁচতে আত্মীয়রা ওই ছাদের নিচে আশ্রয় নিয়েছিলেন। সে সময় হঠাৎই ছাদ ভেঙে পড়ে।
এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে ২৫ জনেরও বেশি লোক চাপা পড়েন। ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। পুলিশ এসে ধ্বংসস্তূপের নিচ থেকে অন্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।