স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ জানুয়ারি।। বামুটিয়া বিদ্যুৎ নিগমের অফিসে গতকাল রাতে কতিপয় দুষ্কৃতিকারী হামলা ও ভাঙচুর চালিয়েছে। তাতে বিদ্যুৎ নিগমের সাইনবোর্ড এবং একটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।
অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্দ হয়ে কতিপয় লোকজন বিদ্যুৎ নিগমের অফিসে এসে এ ধরনের হামলা ও ভাংচুরের ঘটনা সংঘটিত করেছে।অপর একটি সূত্রে জানা গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসীর তরফ থেকে বিদ্যুৎ অফিসে ফোন করা হয়। কিন্তু অপর দিক থেকে কোন উত্তর মিলছে ছিলনা।
তখন ঐ ক্ষুব্দ হয়ে কতিপয় লোকজন বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে সেখানেও লোকজনদেরকে না পেয়ে এ ধরনের ঘটনা সংঘটিত করেছে।এ ব্যাপারে বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই। স্থানীয় জনগণের অভিযোগ বামুটিয়া এলাকায় প্রায় সময়ই বিদ্যুৎ থাকেনা।
বিশেষ করে রাতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে বিদ্যুৎ সাহা এর জন্য কোন বিদ্যুৎ কর্মীকে পাওয়া যায় না। ফলে বিদ্যুৎহীন অবস্থায় রাত কাটাতে হয় এলাকাবাসীকে। সীমান্তবর্তী এলাকা গুলিতে রাতে বিদ্যুৎ না থাকলে চুরের উৎপাত বৃদ্ধি পায় বলে অভিযোগ।বামুটিয়া এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর তরফ থেকে বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।