স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ জানুয়ারি।। রবিবার স্টুডেন্ট হেলথ হোমে ত্রিপুরা রাজ্য অফার প্রাপ্ত বেকার সংগঠনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৯৯২-৯৩ সালে শিক্ষা দপ্তরের অফার প্রাপ্তদের মধ্যে তৎকালীন চাকরি চলে যাওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়।
আলোচনার পর সংগঠনের সভাপতি অলক রঞ্জন গোস্বামী জানান, ১৯৯২-৯৩ সালে প্রায় তিন হাজার পাঁচশো জন শিক্ষা দপ্তরে চাকরি পেয়েছিলেন। কিন্তু বিরোধী দলের হওয়াতে অফার প্রদান করার পরও তাদের চাকুরিতে যোগদান করতে দেওয়া হয় নি। কিন্তু ২০১৮ মার্চ মাসে রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং সংসদ প্রতিমা ভৌমিকের সাথে দেখা করে দাবি জানানো হয় । তৎকালীন চাকরি প্রাপ্তদের মধ্যে বর্তমানে ত্রিপুরা রাজ্য অফার প্রাপ্ত বেকার সংগঠনের ২ হাজার ১৮৬ জন রয়েছে।
তাদের পরিবারের একজনকে সরকারি চাকুরি প্রদান করা। আর যাদের পরিবারে চাকরি পাওয়ার কোন শিক্ষাগত যোগ্য ব্যক্তি নেই তাদের পেনশনের ব্যবস্থা করার। কিন্তু সরকার কোন ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ তুলেন তিনি। বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার যদি চলতি মাসের মধ্যে অফার প্রাপ্ত বেকারদের সাথে আলোচনা না করে তাহলে আগামী ফেব্রুয়ারি মাসে রাস্তায় নামবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।