অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। আর ১৮ নয়, এবার ধূমপানের ন্যূনতম বয়স ভারতে হতে চলেছে ২১ বছর। জানা গিয়েছে, ২১ বছরের আগে ধূমপান আইনত নিষিদ্ধ হতে চলেছে দেশে। এরজন্য নয়া আইন আনছে কেন্দ্র। ইতিমধ্যেই আইন সংশোধনের খসরা তৈরি হয়ে গিয়েছে। সেখানে বলা হয়েছে ধূমপান সহ যেকোনও মাদক সামগ্রী সেবনের ন্যূনতম বয়স বেড়ে হতে চলেছে ২১ বছর।
কেন্দ্রীয় আইনমন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই ‘সিগারেটস অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্টস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০২০’ নামে এই নয়া আইনের খসরা তৈরি হয়েছে। এখানে ধূমপানের বয়স বৃদ্ধির পাশাপাশি বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত নেশাদ্রব্য বিক্রি করা যাবে না।
আইন না মানলে গুরুতর শাস্তির কথাও বলা হয়েছে এই খসড়ায়। প্রথমবার অপরাধ করলে দু’বছরের জেল অথবা এক লক্ষ টাকা জরিমানা হবে। একই অপরাধের জন্য দ্বিতীয়বার ধরা পড়লে হবে ৫ লক্ষ টাকা জরিমান বা ৫ বছরের জেল। নিষিদ্ধ জায়গায় তামাক সেবন করলে হবে ২ হাজার টাকা জরিমান। বর্তমানে তা ২০০ টাকা।