স্টাফ রিপোর্টার, মেলাঘর, ৩ জানুয়ারি।। মেলাঘর থানা এলাকার ইন্দ্রকুমার ভিলেজে গরু চড়াতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে সুধন দেববর্মা নামে এক ব্যক্তি গরু চড়াতে গিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ যথারীতি গরুগুলি বাড়িতে ফিরে আসলেও গরুর মালিক সুধন দেববর্মা বাড়িতে ফিরে আসেননি। তাতে পরিবারের লোকজনদের মনে সন্দেহ দেখা দেয়। খোঁজাখুঁজি শুরু করেন এলাকাবাসী।
পরদিন সকালবেলা সেখানকার একটি থেকে নিখোঁজ সুধন দেববর্মার মৃতদেহ উদ্ধার করা হয়। কিভাবে কুয়োতে পড়ে তার মৃত্যু হল সে প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে তাকে হত্যা করে মৃতদেহটি কুয়াতে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মেলা ফর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে এখনো পর্যন্ত ঘটনার আসল রহস্য উদঘাটন করতে পারেনি মেলাঘর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।মৃতদেহটি ইন্দ্রকুমার ভিলেজে নিয়ে যাওয়া হলে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।সুধন দেববর্মা নামে ওই ব্যক্তির মৃত্যুর আসল রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসীর জোরালো দাবি জানিয়েছেন।