বহু রোগীর পরিজন রক্ত না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে রক্তের জন্য ফোন করে : সুদীপ রায় বর্মন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ জানুয়ারি।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন জয়নগর স্কুলে ভারত বিকাশ পরিষদের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক আশীষ কুমার সাহা।রক্তদান শিবিরের উদ্বোধন করে বিধায়ক আশীষ কুমার সাহা ভারত বিকাশ পরিষদের এ ধরনের সামাজিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন বর্তমানে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট রয়েছে। রক্তের অভাবে রোগীদের চিকিৎসা পরিষেবার কাজে মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। এ ধরনের পরিস্থিতিতে ভারত বিকাশ পরিষদ রক্তদান শিবিরের আয়োজন করায় তিনি উদ্যোক্তাদের প্রশংসা করেন। তিনি বলেন রক্ত এমন এক জিনিস যা কোন ল্যাবরেটরীতে তৈরি করা সম্ভব নয়। একমাত্র রক্ত দানের মধ্য দিয়েই রক্তের ঘাটতি পূরণ করা সম্ভব। রাজ্যের অন্যান্য ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা এবং সামাজিক সংস্থাগুলিকে এই সংকটময় মুহুর্তে রক্তদানে এগিয়ে আসার জন্য বিধায়ক আশীষ কুমার সাহা আহ্বান জানিয়েছেন।

শিবিরে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রেখে বলেন, সংগঠনের প্রতিটি শাখাকে শিবির অনুষ্ঠিত করা প্রয়োজন। আর নয়তো সংগঠনের প্রত্যেক সদস্যকে ব্লাড ব্যাংকগুলিতে গিয়ে বছরে ৪ বার রক্তদানের সহযোগিতায় এগিয়ে আসা দরকার। কারণ প্রতিদিন বহু রোগীর পরিজন রক্ত না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে রক্তের জন্য ফোন করে। যা অত্যন্ত দুঃখজনক বলে অভিমত ব্যক্ত করেন তিনি। তবে এ ধরনের শিবিরের প্রশংসার জানান তিনি। শিবিরের রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?