অনলাইন ডেস্ক, ২ জানুয়ারি।। ক্রাইস্টচার্চে রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে পাকিস্তান। তবে এই টেস্টও সফরকারীদের খেলতে হবে নিয়মিত অধিনায়ক বাবর আজমকে ছাড়াই।
পাকিস্তান দলের পক্ষ থেকে শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়। অবশ্য বাবরকে নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। বাবর না থাকায় প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান।
শুক্রবার ক্রাইস্টচার্চে পুরোদমে অনুশীলন করেন বাবর। কিন্তু ডান হাতে বুড়ো আঙুলে হালকা ব্যথা অনুভব করতে থাকেন। ওই আঙুলেই চিড় ধরেছিল তার। পুরোপুরি সেরে না ওঠার কারণেই অধিনায়ককে নিয়ে ঝুঁকি নিতে চায় না পাকিস্তান। দলের ডাক্তার সোহেল সেলিম এমনই জানিয়েছেন।
চলতি সফরে একটা ম্যাচেও অংশ নিতে পারলেন না বাবর। গত মাসে কুইন্সটাউনে অনুশীলন চলাকালীনই আঙুলে চোট পান। পুরোপুরি ব্যথামুক্ত অবস্থায় এখনও ব্যাটিং করতে পারছেন না।
টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে দুই দল। বাবরের অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে পাকিস্তানকে নেতৃত্ব দেন শাদাব খান।