স্টাফ রিপোর্টার, বিশালঘর, ৩ জানুয়ারি।। রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। টাকারজলার ঘনিয়ামারায় অটো দুর্ঘটনা এক মহিলা গুরুতরভাবে আহত হন। আহত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে টাকারজলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাকারজলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা করা যায়নি।
জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃত মহিলার নাম সুস্মিতা দেববর্মা।তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।এদিকে নতুন বাজার থেকে অমরপুর আসার পথে বাইক দুর্ঘটনায় আহত আরও এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম শাসন কুমার জমাতিয়া। জানা গেছে ওই যুবক বাইক নিয়ে নতুন বাজার থেকে অমর পড়ে তার বাড়িতে ফিরছিল। তখন ঐ বাইক নিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ওই যুবক। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে তার মৃত্যু হয়। অপরদিকে আগরতলা মোহনপুর সড়কের দমদমিয়ায় একটি অলটো গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। তাতে গাড়ির চালক গুরুতর ভাবে আহত হয়।ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে গাড়ির চালক চিকিৎসাধীন। আসাম আগরতলা জাতীয় সড়কের ২৯ মাইল এলাকায় পথ দূর্ঘটনায় ফরেস্টার গুরুতরভাবে আহত হয়েছেন।
আহত ফরেস্টারের নাম নির্মল দাস।জানা গেছে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে তিনি গুরুতর ভাবে আহত হন।ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত ফরেস্টার নির্মল দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।