স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া , ৩ জানুয়ারি।। মুঙ্গিয়াকামি থানা এলাকা থেকে আটক এনএলএফটি জঙ্গিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। উল্লেখ্য মঙ্গিয়া কামি থানার পুলিশ মন্টু দেববর্মা নামে ওই জঙ্গিকে আটক করে খোয়াই জেলা আদালতে সোপর্দ করে।
আদালত থেকে তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে মুঙ্গিয়াকামি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাকে আগামী চৌঠা জানুয়ারি পুনরায় আদালতে সোপর্দ করা হবে।থানা সূত্রে জানা গেছে আটক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে জঙ্গি সন্ত্রাস জনিত কার্যকলাপ সম্পর্কে বেশ কিছু তথ্য মিলেছে। সে অনুযায়ী পুলিশের তৎপরতা শুরু করেছে বলে জানা যায়।
উল্লেখ্য ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজ্যের জেলা পরিষদ এলাকাগুলিতে ইতিমধ্যেই জঙ্গি সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে।অপহরণ এবং চাঁদা আদায় সহ নানা হিংসাত্মক কার্যকলাপের লিপ্ত হয়েছে তথাকথিত সন্ত্রাসবাদীরা। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বেড়ে চলেছে।