অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। ভারত ও বাংলাদেশ দুই রাষ্ট্রই বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন করতে চলেছে। এই উপলক্ষে চলতি বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ২৬ ডিসেম্বরের দিল্লির রাজপথে মার্চ করতে দেখা যাবে বাংলাদেশি সেনার বাহিনীর ৯৬ জন সদস্যকে।
অবশ্য এটা প্রথম নয়। ২০১৬ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রথম বিদেশি বাহিনী হিসেবে অংশগ্রহণ করেছিল ফরাসি সেনাবাহিনীর ১৩০ জন সদস্যের একটি দল। রাজপথে সে বারের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ফাঁসোয়া ওলাঁদ। এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধান অতিথি হয়ে আসার কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। কিছুদিন আগেই নরেন্দ্র মোদী নিজেক তাকে আমন্ত্রণ জানান বলে জানা যায়। পরবর্তীতে বরিসের আমন্ত্রণ গ্রহণের কথা সরকারি ভাবে জানানো হয় ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে
এদিকে আতঙ্কের আবহেই নতুন করে সংক্রমণ ঠেকাতে প্যারেড থেকে সেনা সজ্জা প্রতিক্ষেত্রেই প্রজাতন্ত্র দিবসে বড়সড় রদবদল করা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের জন্য লাল্ল কেল্লায় শেষ হবে না প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। বদলে বিজয় চক থেকে কুচকাওয়াজ শুরু হয়ে ন্যাশানাল স্টেডিয়ামে শেষ হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এবারের মার্চিং কন্টিনজেন্ট গুলিতে ১৪৪ জন সেনার বদলে থাকছে ৯৬ জন। পাশাপাশি মার্চে অংশ নেওয়া প্রতি সেনার মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক বলেও জানা যাচ্ছে। পাশাপাশি দর্শক সংখ্যা এবারে ১ লক্ষ ১৫ হাজার থেকে কমিয়ে ২৫ হাজার করা হচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ১৫ বছরের কম বয়সী শিশুদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর।