অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। ফের ‘অনার কিলিং’ এর ঘটনা ঘটল হরিয়ানায়। ভিন জাতের মেয়েকে বিয়ে করায় শনিবার ভরা বাজারে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে এখানে। জানা গিয়েছে মৃত যুবকের নাম নীরজ। বয়স ২৩ বছর। তিনি ভিন জাতের মেয়েকে বিয়ে করেন মাস দেড়েক আগে।
এরপর থেকেই তাঁকে হুমকি দিচ্ছিল ওই যুবকের শ্যালক। অভিযুক্ত ওই ব্যক্তি নাকি নিজের বোনকেও বলেছিলেন, ‘তোকে খুব শিগগিরি কাঁদতে হবে’। মৃত যুবকের দাদা জানিয়েছেন, নীরজকে ডেকে পাঠিয়েছিলেন ওই অভিযুক্ত। তবে তিনি একা ছিলেন না।
তার সঙ্গে আরও লোক ছিল। শনিবার যখন পানিপথের এক বাজারে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে যান ওই যুবক, তখনই তাঁকে ভরা বাজারে কুপিয়ে খুন করা হয়। মোট ১২টি কোপ মারা হয় তাঁর শরীরে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে মৃতের পরিবারের অভিযোগ, আগে থেকে পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। ফলে এই কাণ্ড ঘটল।