অনলাইন ডেস্ক, ২ জানুয়ারি।। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে লিভারপুলকে ছুঁয়ে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
মার্সিয়াল স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর বারট্রান্ড ট্রাউরে সমতা ফেরান। পরে পেনাল্টি থেকে ব্রুনো ফের্নান্দেসের গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দুই নম্বরে ইউনাইটেড।
এদিন ৪০তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। মার্কাস র্যাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে ডান দিক থেকে এগিয়ে গিয়ে বক্সে ক্রস পাঠান অ্যারন ওয়ান-বিসাকা। দুই ডিফেন্ডারের মাঝ থেকেও চমৎকার হেডে জাল খুঁজে নেন মার্সিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে একের পর এক আক্রমণের সুফল পায় ভিলা। ৫৮তম মিনিটে সমতা ফেরান ট্রাউরে।
অবশ্য দ্রুতই এগিয়ে যায় ইউনাইটেড। ৬১তম মিনিটে সফল স্পটকিকে ব্যবধান ২-১ করেন ফের্নান্দেস। পল পগবাকে ডগলাস লুইস ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকেরা। ভিএআরেও টিকে যায় পেনাল্টি।