অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। পশ্চিম আফ্রিকার নাইজারের দুটি গ্রামে জঙ্গি সংগঠন আইসিস’এর হানায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৯ জনের। জানা গিয়েছে, নাইজারের পশ্চিম প্রান্তে মালি সীমান্তের কাছে এই নারকীয় কাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, শনিবার নাইজারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ফল ঘোষণা হচ্ছিল শনিবার। তার মাঝেই এই হামলা চালায় জঙ্গিরা। হামলা চালানো হয় টিচোমবাঙ্গু ও জারুমদার নামে দুটি গ্রামে। ৪এই হামলায় ৭৯ জনের মৃত্যু ছাড়াও আহত হয়েছেন ৩০ জন। যদিও এখনও এই হামলার দায় স্বীকার করেনি আইসিস। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে এটা তাদেরই কাণ্ড।
এই ঘটনার পরেই ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা।