অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। করোনার টিকা কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্তে তীব্র আপত্তি জানাল কংগ্রেস। রবিবার কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, চূড়ান্ত পর্বের পরীক্ষার রিপোর্ট আসার আগেই কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এটা ঠিক হয়নি। রবিবার দেশীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনকে ছাড়পত্র দেয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।
কংগ্রেসের দাবি, দেশীয় সংস্থার তৈরি কোভ্যাকসিনের তৃতীয় পর্বের পরীক্ষার রিপোর্ট এখনও পর্যন্ত জানা যায়নি। তার আগেই কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া মানুষের জীবনের পক্ষে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হতে পারে। কংগ্রেস নেতা শশী থারুর এদিন টুইট করেন, ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিনের তৃতীয় পর্বের ট্রায়াল এখনও শেষ হয়নি। তার আগেই ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হল। অযথাই তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নিল সরকার। সরকারের এই সিদ্ধান্ত মানুষের জীবনের পক্ষে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হতে পারে।
তবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ভারত বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন কোভ্যাকসিনকে সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকরী বলে মনে করছে। সমাজবাদী পার্টির নেতা ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেছেন এটা মানুষের জীবন-মরণের বিষয়। সরকার লোক দেখানো সিদ্ধান্ত নিল। এটা ঠিক হয়নি। অযথা তাড়াহুড়ো করে অনুমতি দেওয়া একেবারেই ঠিক নয়। অনুমতি দেওয়ার আগে তৃতীয় পর্বের পরীক্ষার ফল জানা উচিত ছিল।
অন্যদিকে কোভ্যাকসিন ছাড়পত্র বা অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেছেন, ছাড়পত্র পাওয়া দু’টি টিকাই দেশে তৈরি। তাই প্রত্যেক ভারতবাসী গর্বিত হওয়া উচিত। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে আমাদের বিজ্ঞানী ও গবেষকরা কতটা সচেষ্ট ও আন্তরিক এটা তার প্রমাণ।