অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। হিন্দু দেব-দেবী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গ্রেফতার করা হল কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে। একটি অনুষ্ঠান চলাকালীন গুজরাতের এই কমেডিয়ান হিন্দু দেব-দেবী ও শাহর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন। গুজরাতের বিজেপির বিধায়ক মালিনী সিং গৌড়ের ছেলে একলব্য সিং গৌড় ফারুকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে শুক্রবার ইন্দোরের দুকান এলাকার একটি ক্যাফেতে কমেডি শো-এর অনুষ্ঠান চলছিল। একলব্য ওই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। ওই অনুষ্ঠানে হিন্দু দেব-দেবী এবং অমিত শাহ-র বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন মুনাওয়ার। ঘটনার জেরে একলব্য আয়োজকদের অনুষ্ঠান বন্ধ করার জন্য চাপ দিতে থাকেন। তুকোগঞ্জ থানার পুলিশ আধিকারিক কমলেশ শর্মা বলেছেন, মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে শুক্রবার রাতে একলব্য একটি অভিযোগ দায়ের করেছেন।
ওই অভিযোগের ভিত্তিতে শনিবার ফারুকিকে গ্রেফতার করা হয়। ওই দিনই তাঁকে স্থানীয় আদালতে তোলা হলে বিচারক ফারুকির জামিনের আবেদন খারিজ করে দেন। বিচারক ফারুকিকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। শুধু ফারুকি নয়, তাঁর সঙ্গে গ্রেফতার হয়েছে আরও চারজন। একলব্য বলেন, তিনি আরও কয়েকজনের সঙ্গে টিকিট কেটে ওই কমেডি শো দেখতে গিয়েছিলেন। সেখানে ফারুকি ছিলেন প্রধান কমেডিয়ান।
কিন্তু ওই কমেডি শোতে তিনি হিন্দু দেব-দেবীদের নিয়ে উপহাস করেছিলেন। ওই অনুষ্ঠানে গোধরার ঘটনার কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধেও আপত্তিজনক কথাবার্তা বলেছিলেন ফারুকি। ওই অনুষ্ঠানের বেশ কিছু অংশ তিনি মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং করেন। পুলিশের কাছে তিনি সেই ভিডিয়ো জমা দিয়েছেন। একই সঙ্গে একলব্য অভিযোগ করেছেন, ওই অনুষ্ঠানের আয়োজকরা সামাজিক দূরত্ব বৃদ্ধি মেনে চলেননি।