অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। ভরা পৌষে শ্রাবণের মেজাজ। রবিবার সকাল থেকে কালো মেঘে ছেয়েছে রাজধানীর আকাশ, তারসঙ্গে সঙ্গে শুরু হয়েছে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি। হাড় কাঁপানি হাওয়া আর বৃষ্টির দাপটে কার্যত ডিপ ফ্রিজে ঢুকে পড়েছে দিল্লি-সহ আশপাশের এলাকা।
প্রসঙ্গত, শুক্রবারই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ১-এর ঘরে। যা ছিল গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এর পর থেকেই কুয়াশা, বৃষ্টি এবং দূষণের দাপট শুরু হয়েছে দিল্লিতে। সব মিলিয়ে নাজেহাল অবস্থা রাজধানীর। যদিও বৃষ্টির কারণে রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে পৌঁছয় ৯.৯ ডিগ্রিতে।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ২-৫ জানুয়ারি দিল্লি, হরিয়ানা-সহ উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। পশ্চিম হিমালয় অঞ্চলে একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। তার জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে উত্তর পশ্চিম ভারতে এছাড়াও ঘূর্ণাবর্ত হয়েছে রাজস্থানের উপর। এর প্রভাবে আগামী কয়েকদিন জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাব দিল্লী সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিও তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে দক্ষিণ-পশ্চিমের পূবালী হওয়ার সংঘাতে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়।
আজ রবিবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা। সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব ও হরিয়ানা। সোমবার-মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীরের লাদাখ মুজাফফরবাদ এ।
অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বহু অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে। এটা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।