স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ জানুয়ারি।। রবিবার সাইন্স টিচার্স এসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরটি হয় মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয়ে।
শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, সভাপতি সুনীল দেবনাথ, সাধারণ সম্পাদক দুলাল সাহা, সহ সভাপতি সুব্রত সাহা।এদিন শিবিরে সাধারণ সম্পাদক দুলাল সাহা বক্তব্য রেখে বলেন সম্প্রতি ২০১২ সালের চাকরি প্রাপ্ত বিজ্ঞান শিক্ষকদের রেগুলার বেসিক বেতন প্রদান করা যে নির্দেশ উচ্চ আদালত রাজ্য সরকারকে প্রদান করেছে, তা কার্যকর করা।
পূর্বে বকেয়া মিটিয়ে দেওয়া। এবং ২০১২ সালে বিজ্ঞান শিক্ষকদের মধ্যে যারা প্রয়াত হয়েছেন তাদের পাওনা অবিলম্বে মিটিয়ে দেওয়া। মৃত শিক্ষককে পরিবারে একজনকে চাকরি প্রদান করার দাবি জানিয়েছেন। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।