স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ৩ জানুয়ারি।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে রানা প্লাজা নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংবাদ সূত্রে জানা গেছে রানাপজা নামে ওই ব্যবসায়ীক প্রতিষ্ঠান সাঁটার কেটে ভিতরে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেছে ।জানা গেছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক অসুস্থ হওয়ায় প্রতিষ্ঠানে যাচ্ছিলেন না।
ম্যানাজার ও সেদিন ওই প্রতিষ্ঠানে যাননি। সকালবেলা স্থানীয় লোকজনরা লক্ষ করেন রানা প্লাজার শাটারের তালা ভাঙ্গা। তখন খবর পাঠানো হয় রানা প্লাজার মালিক এবং ম্যানেজারকে। বিষয়টি ধর্মনগর থানার পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।রানা প্লাজা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আজ থেকে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে চোর।
প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে এই চুরির ঘটনায় পরিচিত কেউ জড়িত রয়েছে। পুলিশ চোরকে পাকড়াও করার জন্য সব ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই স্থানীয় জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শহরের ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ধর্মনগর শহর ও শহরতলীর এলাকায় রাত্রিকালীন পরিচিত হল বাড়ানোর জন্য দাবি করেছেন স্থানীয় জনগণ।