অনলাইন ডেস্ক, ২ জানুয়ারি।। প্রাথমিকভাবে জানা গিয়েছিল আগামী ৮ জানুয়ারি থেকে ফের শুরু হবে ভারত-ব্রিটেনের মধ্যে বিমান চলাচল। ব্রিটেনে করোনার নয়া প্রজাতির খোঁজ মেলায় গত ২৩ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে দুই দেশের বিমান চলাচল।
কিন্তু শনিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আগামী ৬ জানুয়ারি থেকে ফের ভারত থেকে ব্রিটেনগামী বিমান যাত্রা শুরু করবে। তবে ব্রিটেন থেকে ভারতের উদ্দেশ্যে প্রথম বিমান ছাড়বে আগামী ৮ জানুয়ারি।কেন্দ্র এদিন আরও জানিয়েছে, সপ্তাহে মোট ৩০টি বিমান চলবে দুই দেশের মধ্যে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম জারি থাকবে।
উল্লেখ্য, ইতিমধ্যেই করোনার নয়া প্রজাতির সংক্রমণ এড়াতে বিমান সংস্থা ও যাত্রীদের একগুচ্ছ বিধি নিষেধ বেঁধে দিয়েছে কেন্দ্র। শনিবার এই সংক্রান্ত এক নয়া নির্দেশিকা জারি হয়েছে। যা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। সেখানে বলা হয়েছে, বিদেশ ফেরত যাত্রীদের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও তাঁদের ১৪ দিন বাধ্যতামূলক।কোয়ারান্টাইনে থাকতে হবে।