অনলাইন ডেস্ক, ২ জানুয়ারি।। কংগ্রেসে বিরল এক অভিজ্ঞতা হল যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একটি প্রতিরক্ষা ব্যয় বিলে তার দেয়া ভেটো (বাধা) ধোপে টেকেনি। ট্রাম্পের প্রেসিডেন্সিতে এর আগে এমন ঘটনা ঘটেনি।রয়টার্স জানিয়েছে, আগে নানা বিলে আরো আটবার দ্বিমত পোষণ করেন ট্রাম্প। প্রত্যেকবারই তার সিদ্ধান্ত টিকে যায়।যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকায় ট্রাম্প আগে নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন। এখনো সেই নিয়ন্ত্রণ আছে। কিন্তু বিদায় বেলায় সতীর্থরা বেঁকে বসলেন।
৭৪ হাজার কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল নিয়ে আলোচনার জন্য শুক্রবার নতুন বছরের প্রথম দিনে সিনেটে ওই অধিবেশন হয়।সেখানে ‘ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট’ (এনডিএএ) নিয়ে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করে বিলটি ৮১-১৩ ভোটে অনুমোদন পায়।কোনো বিল নিয়ে প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করার জন্য বিলটিকে অবশ্যই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়।ট্রাম্পের হাতে সময় কম: প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের হাতে আর মাত্র ১৮দিন সময় আছে। এই দিনগুলোতে তিনি কী করেন, সেটি নিয়ে মার্কিন মুলুকে নানা আলোচনা চলছে।
নতুন বছরের পার্টি ফেলে ফ্লোরিডা থেকে রহস্যময়ভাবে আগেভাগে অফিসে ফিরেছেন তিনি।ট্রাম্প নির্বাচনে পরাজয় স্বীকার করে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন আর বাইডেনের জয় ‘প্রতারণার মাধ্যমে এসেছে’ বলে কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করছেন।সব ঠিকঠাক থাকলে আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন জো বাইডেন।