রাজ্যে শিশুদের টিকাকরণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ জানুয়ারি৷৷ রাজ্যের মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়ানোর জন্য সরকার প্রয়াস নিয়েছে৷ এর সুুফলও পাওয়া যাচ্ছে৷ রাজ্যের মানুষের গড় আয় আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হেপাটাইটিস ফাউণ্ডেশন অব ত্রিপুরা আয়োজিত ’আমার ত্রিপুরা সুুস্থ ত্রিপুরা’ শীর্ষক আলোচনাসভার উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷

তিনি বলেন, সুুস্থ ত্রিপুরা সুুন্দর ত্রিপুরা গড়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচকগুলি রাজ্যে যথাযথভাবে মেনে চলার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে৷ রাজ্যের ৯৭ শতাংশ মানুষই সরকারি স্বাস্থ্য পরিষেবার সুুযোগ নিচ্ছেন৷ শিক্ষামন্ত্রী বলেন, কোনও রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে শিশুদের বিকাশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে৷ এ রাজ্যেও সরকার এদিকে বিশেষ নজর দিয়েছে৷ একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০১৬ সালে রাজ্যে যেখানে ৫৪.৬ শতাংশ শিশু ক’মি আক্রান্ত ছিলো এই মুহর্তে এই সংখ্যাটি কমে ১.৯ শতাংশে এসে দাঁড়িয়েছে৷

শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের টিকাকরণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে৷ ২০১৬ সালে রাজ্যে শিশুদের টিকাকরণের হার যেখানে ছিলো ৫৪.৫ শতাংশ এখন তা বৃদ্ধি পেয়ে এই হার গিয়ে দাঁড়িয়েছে ৬৯.৫ শতাংশে৷ তিনি বলেন, স্বাস্থ্য কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় কোভিড-১৯ মোকাবিলায় ত্রিপুরা দেশের অন্য অনেক রাজ্যের চেয়ে ভালো অবস্থায় রয়েছে৷ এই মুহর্তে রাজ্যে সুুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ৷ তিনি বলেন, নারী সুুরক্ষার বিষয়েও সরকার বিশেষ নজর দিয়েছে৷ মহিলাদের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতাও বেড়েছে৷

২০১৬ সালে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে ছিলো ৫৯.২ শতাংশ৷ এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৯ শতাংশে৷ মাদক দ্রব্যের ব্যবহার বন্ধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে সবাই যথাযথ ভূমিকা না নিলে বিষয়টি ব্যাপক আকার নেবে৷ এ বিষয়ে সংবাদমাধ্যমকেও বলিষ্ঠ ভূমিকা নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ আজকের আলোচনাসভার মূল বিষয়বস্তু ছিলো ’নেশা আসক্তি : প্রভাব ও নির্মূলীকরণ’৷

এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে হেপাটাইটিস ফাউণ্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডা. প্রদীপ ভৌমিক বলেন, এখন দেখা গেছে রাজ্যের হেপাটাইটিস সি আক্রান্ত রোগীদের একটা অংশ ড্রাগে আসক্ত৷ বিষয়টা খুব উদ্বেগের৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেপাটাইটিস ফাউণ্ডেশন অব ত্রিপুরার সাধারণ সম্পাদক দিবাকর দেবনাথ৷ অনুষ্ঠানে আইজিএম হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. সুুদেষ্ণা দেবনাথ ব্যানার্জিকে এ বছরের ডক্টর অব দ্য ইয়ার সম্মানে ভূষিত করা হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেপাটাইটিস ফাউণ্ডেশন অব ত্রিপুরার সভাপতি ডা. এন এল ভৌমিক৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?