অনলাইন ডেস্ক, ২ জানুয়ারি।। যে সমস্ত মানুষ দিল্লি বেড়াতে যান তাঁদের অন্যতম গন্তব্য রাষ্ট্রপতি ভবনের জাদুঘর। এই জাদুঘরে বিভিন্ন অমূল্য ও দুষ্প্রাপ্য জিনিস রাখা আছে। যা সাধারণ মানুষ অত্যন্ত আগ্রহের সঙ্গে দেখেন। কিন্তু করোনাজনিত কারণে ২০২০-র মার্চ থেকে রাষ্ট্রপতি ভবনের জাদুঘরটি বন্ধ রাখা হয়। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় এবং টিকা এসে যাওয়ায় সরকার সিদ্ধান্ত নিয়েছে, চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ওই জাদুঘর মানুষের জন্য ফের খুলে দেওয়া হবে।
জানা গিয়েছে, সোমবার এবং সরকারি ছুটির দিন ছাড়া বাকি সব দিনই পর্যটকদের জন্য এই জাদুঘর খোলা থাকবে। তবে আপাতত বেশ কিছু শর্ত মেনেই জাদুঘর খোলা হচ্ছে। আগে রাষ্ট্রপতি ভবনে এসে পর্যটকরা জাদুঘরের ঢোকার টিকিট কাটতে পারতেন। কিন্তু এখন আর তা হবে না। জাদুঘরে প্রবেশ করতে হলে অগ্রিম টিকিট ও সময় আগে থাকতে বুক করতে হবে। রাষ্ট্রপতি ভবনের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, তৎক্ষণাৎ বুকিংয়ের যে সুবিধা আগে পাওয়া যেত চলতি পরিস্থিতিতে সেটা সাময়িক স্থগিত রাখা হচ্ছে। পরবর্তীকালে করোনা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেলে আবার তা শুরু হবে।
মানুষ যাতে সামাজিক দূরত্ব বিধি মেনে জাদুঘরের ঢোকেন সে কারণে চারটি সময়ে ভাগ করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় জাদুঘর খুলবে। সাড়ে ৯টা থেকে ১১ টা অবধি প্রথম দফায় জাদুঘর দেখতে পারবেন মানুষ। এরপর সাড়ে ১১টা থেকে ১টা, ১টা ৩০ থেকে ৩ টা এবং ৩ টা ৩০ থেকে ৫ টা পর্যন্ত মানুষ জাদুঘর দেখতে পারবেন। তবে পর্যটকদের কথা ভেবেই অতিরিক্ত ২৫ মিনিট সময় দেওয়া হবে। জাদুঘরের টিকিটের দাম অবশ্য বাড়ছে না।
আগের মতই পর্যটকদের কাছ থেকে টিকিটের দাম বাবদ ৫০ টাকা নেওয়া হবে। প্রত্যেক পর্যটককে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং অন্যান্য করোনাজনিত বিধিনিষেধ মানতে হবে। উল্লেখ্য, দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের এই জাদুঘর দেশী-বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। এখানে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে। ইতিহাসের সাক্ষী থাকতে যাঁরা দিল্লি আসেন তাঁরা সকলেই একবার এই জাদুঘর ঘুরে দেখেন।