অনলাইন ডেস্ক, ২ জানুয়ারি।। বিক্ষোভ আন্দোলন, আবেদন-নিবেদনে এখনও কোনও কাজ হয়নি। তাই তিন কৃষি আইন বাতিলের দাবিতে এবার আরও কঠোর রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিল কৃষকরা। শনিবার সকালে একাধিক কৃষক সংগঠনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, ৪ জানুয়ারি কেন্দ্রের সঙ্গে বৈঠকে যদি কোন সমাধান সূত্র না মেলে তবে হরিয়ানার সমস্ত শপিং মল ও পেট্রল পাম্প বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার কৃষক প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রের বৈঠক হয়। ওই বৈঠকে কৃষকদের তোলা চারটি দাবির মধ্যে দু’টি দাবি মানতে রাজি হয়েছে সরকার। এখনও অমীমাংসিত রয়ে গিয়েছে দুটি দাবি। যার একটি হল তিন কৃষি আইন বাতিল করা এবং অপরটি হল সহায়ক মূল্য নিশ্চিত করার বিষয়ে গ্যারান্টি দেওয়া। সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষকরা এদিন জানিয়েছেন, তাঁদের দাবি মানা না হলে আগামী সপ্তাহেই শাহজাহানপুর সীমানা থেকে দিল্লির দিকে রওনা দেবেন তাঁরা।
কৃষক নেতা যুধবীর সিং বলেছেন, কেন্দ্র যদি মনে করে শাহিনবাগের মত আমাদের প্রতিবাদ আন্দোলন একদিন উঠে যাবে তবে ভুল করছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা লড়াই থেকে সরব না। শুধু হরিয়ানা নয়, এরপর আমরা পঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ-সহ সব রাজ্যেই শপিং মল,পেট্রল পাম্প বন্ধ করে দেব।
৪০টি কৃষক সংগঠনের যুক্ত মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা এদিন বলেছে, ৪ জানুয়ারি বৈঠক যদি ইতিবাচক না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন শুরু করব। ৬ জানুয়ারি থেকে কুন্দলি, মানেসার, পালওয়াল এক্সপ্রেসওয়েতে ট্রাক্টর মিছিল বের করা হবে। এছাড়াও দিল্লি হরিয়ানা, রাজস্থান সীমানায় অবস্থানরত কৃষকদের শাহজাহানপুর সীমানা থেকে দিল্লি অভিযান শুরু করার ডাক দেওয়া হবে।