অনলাইন ডেস্ক, ২ জানানুযারী।। আচমকা অসুস্থ হয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে হাসপাতালে ইমারজেন্সি বিভাগের ভর্তি রয়েছেন তিনি। তার চিকিৎসা চলছে।পরিবার সূত্রে খবর এদিন সকাল বেলা জিম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পিঠে এবং বুকে ব্যথা শুরু হয়। পরেই আচমকা ব্ল্যাক আউট হয়ে পড়ে যান তিনি।
এর পরে তাকে তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন বিসিসিআই সভাপতি। তবে হঠাৎ করে কি কারনে তার এই সমস্যা হল তা জানার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।অন্যদিকে, হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এই ব্ল্যাকআউট নার্ভের কারণে বা হৃদ রোগের সমস্যার কারণেও হতে পারে। তবে এক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কি ধরনের সমস্যা রয়েছে তা বিস্তারিত চিকিৎসার পরেই জানা যাবে।
ইতিমধ্যেই হাসপাতালে এসে পৌঁছেছেন এসএসকেএম হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মন্ডল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আনুষঙ্গিক চিকিৎসা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় এবং পারিবারিক বন্ধুবান্ধবরা ।