অনলাইন ডেস্ক, ২ জানানুযারী।। নতুন বছরে ফের একবার নিজের অনুরাগীদের সামনে এলেন শাহরুখ খান। নতুন বছরে ভক্ত এবং অনুরাগীদের বার্তা দিতে দেখা গেল বলিউডের কিং খানকে। শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন শাহরুখ। যেখানে তিনি বলেন, “২০২০ প্রত্যেকের জীবনেই হয়তো সবচেয়ে খারাপ সাল হিসেবে আঁকা থাকবে।
এর চেয়ে খারাপ সাল হয়তো কেউ কখনও কোনওদিন কাটাননি। কিন্তু যা চলে গিয়েছে, তা পুরনো। ফলে পুরনো সালকে নিয়ে আর ভেবে কোনও লাভ নেই।” ২০২১ সাল যাতে প্রত্যেকের জীবনে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে, সেই প্রার্থনা করেন অভিনেতা। পাশাপাশি ২০২১ সালের প্রত্যেকদিন অনেক বড় হোক, উজ্জ্বল হোক এবং সাফল্যে মোড়া থাক বলেও আশাপ্রকাশ করেন তিনি।
সম্প্রতি আইপিএল উপলক্ষ্যে দুবাইতে পাড়ি দেন শাহরুখ খান। নিজের গোটা পরিবারের সঙ্গেই দুবাইতে সময় কাটাতে দেখা যায় কিং খানকে। দুবাইয়ের বাংলো মন্নতেই শাহরুখ, গৌরীর ছুটি কাটে।
দুবাইতে থেকেই জন্মদিনও পালন করতে দেখা যায় শাহরুখকে। এই প্রথম মুম্বইতে নিজের জন্মদিন পালন করলেন না কিং খান। বরং তা কাটালেন দুবাইতে। জন্মদিন উপলক্ষ্যে শাহরুখকে সম্মান জানানো হয় বুর্জ খলিফার তরফে। যা দেখে অভিভূত হয়ে যান কিং খান। কৃতজ্ঞতা জানিয়ে শেয়ার করেন ছবিও।