করোনার ভ্যাকসিন নিয়ে সক্রিয় প্রতারক চক্র, মানুষকে সাবধান করল পুলিশ

অনলাইন ডেস্ক, ২ জানুয়ারি।। সবেমাত্র করোনার ভ্যাকসিনের অনুমতি দিয়েছে কেন্দ্র। এরই মধ্যে এই ভ্যাকসিন নিয়ে সক্রিয় হয়ে উঠেছে প্রতারণা চক্র। যে কারণে পুলিশের পক্ষ থেকে মানুষকে প্রতারকদের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অনেকের ফোনেই মেসেজ আসছে টাকার বিনিময়ে টিকার জন্য নাম নথিভুক্ত করা হচ্ছে। এ ধরনের কোন ই-মেল বা মেসেজ পেলে সেই মেসেজ যেন মানুষ এড়িয়ে যায়।

অর্থাৎ মেসেজ বা প্রতারকদের পাঠানো কোনও লিঙ্কে ক্লিক না করতে পুলিশ অনুরোধ করেছে। পুলিশ জানিয়েছে, প্রথমত এই ধরনের লিঙ্কে ক্লিক করলে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রতারকদের কাছে চলে যেতে পারে। এছাড়াও ৫০০ বা ১০০০ টাকার বিনিময়ে নাম নথিভুক্ত করলে সেই টাকাও প্রতারকরা পুরোটাই মেরে দেবে। অর্থাৎ এভাবে কয়েক মুহূর্তের মধ্যেই বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নেবে প্রতারকরা।

সাইবারাবাদের সাইবার দুর্নীতি শাখা ট্যুইট করে জানিয়েছে, করোনাজনিত মহামারীর ভয়কে হাতিয়ার করে একাধিক সাইবার ক্রিমিনাল টাকা লুট করার পরিকল্পনা করছে। করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে নাম রেজিস্ট্রেশনের কথা বলছে প্রতারকরা। মানুষ যেন সেই ফাঁদে পা না দেয়। পুলিশ আরও জানিয়েছে, কোনও কোনও প্রতারক ভ্যাকসিন দেওয়ার জন্য নাম নথিভুক্তির ক্ষেত্রে আধার নম্বর চাইছে। এরপর তারা গ্রাহকের ফোনে পাঠাচ্ছে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি।

ওটিপির মাধ্যমে প্রতারকরা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, করোনার ভ্যাকসিন নেওয়ার সঙ্গে আধার নম্বর, ওটিপি আদান-প্রদানের কোনও প্রশ্নই নেই। পাশাপাশি টিকা নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই কেউ বা প্রতারকরা কোন মেসেজ পাঠালে সেই মেসেজ যেন এড়িয়ে যাওয়া হয়। অন্যথায় মানুষ বিপদে পড়বেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?